• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

১৯ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ডুবল দিল্লি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৮:১৯ পিএম
১৯ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ডুবল দিল্লি

২০০২ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত চলছে মুষলধারে বৃষ্টি।

টানা বৃষ্টিতে ঘরবন্দি রাজধানীবাসী। জলাব্ধতায় সড়ক আর ঘরবাড়িও ডুবে গেছে অনেক এলাকায়। এমন পরিস্থিতিতে জরুরি সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আইএমডি জানায়, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১১২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সড়ক তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় কিছু এলাকায়। দিল্লি ছাড়াও হরিয়ানার গুরুগ্রাম, মানেসর, ফরিদাবাদ, মহেন্দ্রগড়, ভিওয়ানির এলাকাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি সড়ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায় টানা বৃষ্টিতে শহরের নীচু এলাকাগুলোতে জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন সড়কে প্রবল যানজট দেখা গেছে।

Link copied!