• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

সুদানে স্বর্ণের খনি ধসে ৩৮ শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৭:২৩ পিএম
সুদানে স্বর্ণের খনি ধসে ৩৮ শ্রমিকের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ সুদানের একটি স্বর্ণের খনি ধসে বহু হতাহতের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার তথ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম কর্ডোফান প্রদেশের একটি রাষ্ট্রায়ত্ব খনিতে এই ঘটনা ঘটে।

স্বর্ণের খনিটি রাজধানী খার্তুম থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণে এন নাহুদ এলাকার ফুজা গ্রামে অবস্থিত। খনিজ সম্পদ সংস্থাগুলোর মুখপাত্র ইসমায়েল তিসু জানান, এ ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন মাটিচাপা পড়েছেন তা এখনও স্পষ্ট নয়।

সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি লিমিটেডের এক ফেসবুক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দারসায়া নামক খনিটির বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে মঙ্গলবার।

এ পর্যন্ত আহত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুদানিজ মিনারেল রিসোর্সেসের প্রকাশিত ছবিতেও দেখা যায়, গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে সাহায্য করছে।

উদ্ধারকারী দল দুটি ড্রেজার নিয়ে মৃতদেহ ও সম্ভাব্য জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করেছে। এছাড়াও আরেকটি ছবিতে স্থানীয়দের মৃতদেহগুলো দাফনের জন্য কবর প্রস্তুত করতে দেখা গেছে।

Link copied!