চলমান আগ্রাসনের মধ্যে রাশিয়া ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিয়া।
রোববার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব জানায়।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলহা অভিযোগ করেন, “রাশিয়া গণহত্যা চালাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিন নেতারা যুদ্ধাপরাধী। এটা সবাইকে অবশ্যই বিশ্বাস করতে হবে।”
ওলহা বলেন, “রুশ আগ্রাসন শুরুর পর বহু বেসমারিক মানুষকে তারা হত্যা করেছে। অনেক নারী ‘গণধর্ষণের’ শিকার হয়েছেন, ধর্ষণের পর তাদের হত্যা করেছে রুশ বাহিনী।”
ইউক্রেন উপ-প্রধানমন্ত্রী অঙ্গীকার করেন, “যতক্ষণ প্রয়োজন ইউক্রেনীয়রা রুশদের প্রতিহত করবে। আদালত রুশ সেনাদের যুদ্ধাপরাধে অভিযুক্ত করবে।”
তবে ইউক্রেনের দনবাস অঞ্চলে গণহত্যা বন্ধ করার লক্ষ্যেই দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানো হচ্ছে বলে দাবি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেছিলেন, “২০১৪ সালে কিয়েভে অভ্যুত্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে দনবাসের বাসিন্দারা। পরপরই শাস্তিস্বরূপ তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন ইউক্রেনের সেনারা। পদ্ধতিগতভাবে তাদের ওপর গোলাবর্ষণ ও বিমান হামলা চালাতে থাকে। এটাই গণহত্যা।”
মস্কোর দাবি, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নয়া নাৎসিমুক্ত করতে রাশিয়ার সামরিক বাহিনী শুধু ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালাচ্ছে।