• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

রাশিয়ার অংশ হতে চায় ইউক্রেনের দোনেৎস্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৬:২৫ পিএম
রাশিয়ার অংশ হতে চায় ইউক্রেনের দোনেৎস্ক

রাশিয়ায় সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত স্ব-ঘোষিত স্বায়ত্তশাসিত অঞ্চল দোনেৎস্ক। রয়টার্স জানায় মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন এমনটাই ইঙ্গিত করেছেন।

পুশিলিনের এক বক্তব্যকে উল্লেখ করে ডোনেটস্ক নিউজ এজেন্সিকে জানায়, দোনেৎস্ক ২০১৪ সালেই স্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে যোগদানের জন্য ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথা জানিয়েছে।

তবে পুশিলিন মনে করেন, এখন মূল কাজ হচ্ছে “সাংবিধানিকভাবে ঐক্যব্ধে পৌঁছানো।” এরপরই দোনেৎস্ক তার ভবিষ্যৎ নির্ধারণ করবে।

এর আগে রাশিয়া-সমর্থিত পূর্ব ইউক্রেনের বিদ্রোহীশাসিত অঞ্চল লুহানস্কের নেতা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট হতে পারে বলে ঘোষণা দেন। এই ঘোষণার দুই দিন পরই পুশিলিনের মন্তব্য সামনে এসেছে।

যদিও কিয়েভ বলেছে এ ধরণের গণভোটের কোনও আইনি ভিত্তি থাকবে না। এই পদক্ষেপের আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ব্যাপারেও তাদের সতর্ক করেছে কেন্দ্রের শাসকরা।

২৪ ফেব্রুয়ারী ইউক্রেন সামরিক অভিযান শুরুর আদেশ দেওয়ার তিন দিন আগে লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও আন্তর্জাতিক গোষ্ঠীরা এই দুই অঞ্চলকে ইউক্রেনের অংশ হিসেবেই বিবেচনা করছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!