ভারতের দিল্লির যন্তরমন্তরে চত্বরে আয়োজিত মিছিলে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ার দায়ে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের সঙ্গে আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিক্ষোভের অন্যতম সংগঠক ছিলেন অশ্বিনী উপাধ্যায়।
অভিযুক্তদের রোববার সঙ্গে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে মিছিলের ভিডিও ভাইরাল হলে তোপের মুখে পড়ে সংশ্লিষ্টরা।
বিজেপি সমর্থকদের মিছিলের ভিডিওটি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাজধানীর যন্তরমন্তর চত্বরে মিছিল থেকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।
ভিডিওতে ‘রাম রাম’ স্লোগানের সঙ্গে মুসলমানদের হুমকি দিয়েও শ্লোগান দিতে শোনা যায়। পুলিশের দাবি, করোনাকালীন স্বাস্থ্যবিধি ভেঙে অনুমতি ছাড়াই এই মিছিল আয়োজন করা হয়েছে ও সাম্প্রদায়িক স্লোগান দেওয়া হয়েছে।
পার্লামেন্ট থেকে কয়েক কিলোমিটার দূরে সরকারি কার্যালয়ের সামনে এই সমাবেশে আয়োজন হয়। সেখানে অনেকেই “হিন্দুস্তানে মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা (ভারতে থাকতে হলে অবশ্যই জয় শ্রী রাম বলতে হবে)” বলে স্লোগান দেন। এনডিটিভি জানায়, এ ঘটনায় দিল্লি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
যদিও ভিডিও সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লির প্রাক্তন বিজেপি মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়। তিনি বলেন, মিছিলে মাত্র পাঁচ-ছয়জন লোক স্লোগান দিচ্ছিলেন। তবে এ ধরনের স্লোগান দেওয়া উচিত হয়নি।