• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

মন্দা কাটিয়ে গতি ফিরেছে ইউরো জোনের অর্থনীতিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৯:৪৮ এএম
মন্দা কাটিয়ে গতি ফিরেছে ইউরো জোনের অর্থনীতিতে

ইউরোপীয় ইউনিয়নের ২৮ দেশের ১৯ দেশ নিয়ে গঠিত ইউরো জোন বা ইউরো অঞ্চল অবশেষে মন্দা থেকে বেরিয়ে এসেছে। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে মন্দা থেকে বেরিয়ে ২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে ইউরো জোনের অর্থনীতি।

পরিসংখ্যান মোতাবেক, জোটভুক্ত প্রতিটি দেশের জাতীয় অর্থনীতির নিজস্ব খাতগুলোর প্রবৃদ্ধির জন্যই এ উন্নয়ন সম্ভব হয়েছে। এর আগে কোভিড ১৯ মহামারির কারণে ইউরো জোন প্রথম দফার মন্দা কাটানোর পর আবার গত বছরের অক্টোবর-ডিসেম্বর ও এ বছরের জানুয়ারি-মার্চে টানা মন্দায় পড়ে। যাকে ডাবল ডিপ রিসেশন বলা হয়ে থাকে। একটি ডবল ডিপ মন্দা হলো যখন প্রথম মন্দা থেকে পুনরুদ্ধারের আগে দ্বিতীয় মন্দা শুরু হয়। 

ইউরো জোন ২০১৯-এর শেষের দিকে তার মহামারিপূর্ব স্তর থেকে ৩ শতাংশ নিচে রয়েছে। শীতকালে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরে এই অঞ্চলে পুনরুদ্ধার চলছে। 
ইতালি ও স্পেনে, দুটি দেশ যাদের অর্থনীতি মহামারিকালে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি ৩ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। অস্ট্রিয়া ও পর্তুগালে আরও শক্তিশালী রিবাউন্ড ছিল, পরবর্তী রিপোর্টিংয়ের সঙ্গে এর অর্থনীতি ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লন্ডনভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটল ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ অ্যান্ড্রু কেনিংহ্যাম বলেন, আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেও ইউরো জোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরেকটু জোরদার হবে। তবে তা কোভিডের আগের অবস্থাকে ছাড়িয়ে যাবে না, কাছাকাছি থাকবে।

ডাবল ডিপ রিসেশন বা দ্বিতীয় দফা মন্দাতে যখন কোনো অর্থনীতি অন্য কোনো মন্দা দ্বারা বাধাগ্রস্ত হতে পারে—এমন স্তরে যখন পুনরুদ্ধার শুরু করে, তখন সম্ভাব্য ক্ষেত্রে প্রাথমিক মন্দার থেকেও খারাপ হতে পারে। 

কিন্তু ভালো খবর হলো ডাবল ডিপ রিসেশন বা মন্দা অনেকটা বিরল। প্রায় ৪০ বছর আগে ১৯৮০ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা মন্দার মুখোমুখি হয়েছিল। 

সূত্র: বিবিসি

Link copied!