• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মন্ত্রীসভাসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৪:১৮ পিএম
মন্ত্রীসভাসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৭ মাসের রাজনৈতিক অস্থিরতার পর পার্লামেন্টে সংখ্যাগরিস্থতা হারিয়ে পুরো মন্ত্রীসভাসহ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

রয়টার্স জানায়,মহামারী ও অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত দেশটিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয়। ফলে প্রধানমন্ত্রীর যোগ্য উত্তরসূরির অভাবে অস্থিতিশীলতার আরেক অধ্যায়ে প্রবেশ করতে পারে মালয়েশিয়া।

ক্ষমতাসীন জোটের অন্তর্দ্বন্দ্বের কারণে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরই পদত্যাগের সিদ্ধান্ত জানান মুহিউদ্দিন ইয়াসিন। শুরু থেকেই পার্লামেন্ট স্থগিতের প্রতিবাদ ও মুহিউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছেন দুই প্রভাবশালী নেতা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। 

তবে এই মুহূর্তে মালয়েশিয়ার পার্লামেন্টে কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত মুহিউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন রাজা আল-সুলতান আবদুল্লাহ। তবে তার জন্য নির্দিষ্ট কোন মেয়াদ নির্ধারণ করেননি তিনি।

Link copied!