এক সপ্তাহের বেশি সময় ধরে ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় রহস্যজনক জ্বরে মৃত্যু হচ্ছে শিশুদের। উত্তর প্রদেশসহ আশেপাশের অঞ্চলে মারা যাওয়া এসব শিশুদের গা গরম হয়ে যাওয়া ও অতিরিক্ত ঘামে হওয়ার মত লক্ষণ দেখা গেছে।
আক্রান্ত অনেক শিশুর শরীর ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা ও বমি বমি ভাবও ছিল। হাতপায়ে চর্মরোগের মত ফুসকুড়ি ওঠার কথাও জানিয়েছে অনেক রোগী। যদিও পরীক্ষায় কারোই করোনা ধরা পড়েনি।
উত্তর প্রদেশে এরই মধ্যে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে এসব লক্ষণ নিয়ে মারা গেছে। রোগীদের বেশির ভাগই ছিল শিশু। বুধবার (১ সেপ্টেম্বর) বিবিসি জানায় এসব তথ্য জানায়।
আগ্রা, মথুরা, মাইনপুরী, ইটা, কাসগঞ্জ ও ফিরোজাবাদ – এই ছয়টি জেলায় কয়েকশ মানুষ এই রহস্যজনক রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু বা অন্য কোন মশাবাহিত ভাইরাসের সংক্রমণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।
