• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভারতে এক দিনে ১ কোটি টিকাদান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৬:৫৩ পিএম
ভারতে এক দিনে ১ কোটি টিকাদান

করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত ভারতকে বাঁচাতে জোরেশোরে চলছে টিকাদান কর্মসূচি। এরইমধ্যে দৈনিক টিকাদানের নতুন মাইলফলক অর্জন করল দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার দেশটিতে প্রায় ১ কোটি মানুষ টিকা নিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এই তথ্য প্রকাশ করে।

টিকাদানের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “এক কোটি টিকাদানের রেকর্ড হয়েছে আজ। স্মরণীয় একটি দিন। যারা টিকা নিচ্ছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আর যারা টিকাদানের কর্মসূচীর সফলতা অর্জনে যুক্ত আছেন তাদেরও প্রশংসা করছি।”

পরিসংখ্যান বলছে এর আগে ভারতে এক দিনে এত সংখ্যক টিকা দেওয়ার নজির নেই। এর আগে এক দিনে সর্বোচ্চ ৯২ লাখ ডোজ টিকা দেওয়া হয়। 

করোনার বিরুদ্ধে যুদ্ধে এমন সাফল্যকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। যদিও শুক্রবার দুই মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ হয়েছে ভারতে। সরকারি তথ্যমতে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার মানুষ। আর মৃত্যু হয়েছে ৫০০ জন করোনা রোগীর।

Link copied!