আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা প্রকাশ্যে এলেন। রবিবার তালেবান কর্মকর্তারা তার জনসম্মুখে আসার খবর জানান।
জনসাধারণের মাঝে অনুপস্থিতির কারণে কয়েক মাস ধরেই তার মৃত্যুর গুজব রটে। ফলে নবগঠিত তালেবান সরকারের তার ভূমিকা নিয়েও জল্পনা-কল্পনার উদ্রেক হয়।
তালেবান কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার গভীর রাতে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের দারুল উলূম হাকিমাহ মাদ্রাসা পরিদর্শন করেন আখুন্দজাদা। এএফপিসহ বেশ কিছু সংবাদমাধ্যম এ খবর জানায়।
১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। মার্কিন সেনা প্রত্যাহারের মাধ্যমে সারাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নতুন সরকার ঘোষণা দেয় গোষ্ঠীটি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে হিবাতুল্লা আখুন্দজাদার নাম ঘোষণা করে তালেবান। তবে অন্যান্য নেতা–কর্মীরা প্রকাশ্যে এলেও সর্বোচ্চ নেতা এতদিন পর্দার আড়ালেই ছিলেন।