যুক্তরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসার সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ।
আটক আলবেনীয় নাগরিক কচি সেলামাজকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়। স্কাই নিউজ জানায়, পূর্বপরিকল্পিত হামলার শিকার হয়েছেন সাবিনা। লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, দুই ফুট লম্বা একটি অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য জানায় পুলিশ।
১৭ সেপ্টেম্বর বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুকের ক্যাটর পার্কের কাছে খুন হন নেসা। তদন্তে জানা গেছে, ৩৬ বছর বয়সী সাসেক্সের ইস্টবোর্নের বাসিন্দা কচি হত্যাকাণ্ডের দিন সাবিনার বাড়ির কাছের পার্কে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন। এরপর সুযোগ বুঝে নেসার ওপর আক্রমণ করেন তিনি।
রোববার ভোরে সমুদ্রতীরবর্তী শহর ইস্টবোর্ন থেকে সেলামাজকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। তবে আদালতে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন কচি সেলামাজ।
ময়না তদন্তের ফল এখনো প্রকাশ না হলেও সাবিনা নেসা সহিংস হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা।
দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা ছিলেন সাবিনা নেছা। ১৭ সেপ্টেম্বর সাবিনা তার বাসার কাছে দ্য ডেপট পানশালায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তার মৃত্যুর খবর জানায়। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮টার কিছু আগে গ্রিনউইচের বাড়ি থেকে বের হন নেসা।
ক্যাটর পার্কের মধ্য দিয়ে পেগলার স্কয়ারের দিকে হেঁটে যাওয়ার পথে তার ওপর হামলা হয়। পরদিন বিকেলে সেখানকার একটি কমিউনিটি সেন্টারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।