পঞ্চম দিনে আফগানিস্তানের পঞ্জশিরের নিয়ন্ত্রণ পেতে মরিয়া তালেবানের সঙ্গে চলছে স্থানীয় ন্যাশনাল রেজিসট্যান্স ফোর্স (এনআরএফ)যোদ্ধাদের তুমুল যুদ্ধ। এরই মধ্যে পঞ্জশির দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি জানিয়েছে দুপক্ষ।
আল-জাজিরা জানায়, দেড় হাজারের বেশি তালেবানকে আটকের দাবি করছে এনআরএফ। দাশতে রেওয়াক এলাকায় অস্ত্র ও গাড়ি ফেলে পিছু হটেছে তালেবান বিদ্রোহীরা।
এছাড়াও কয়েকশ তালেবানকে হত্যার কথা জানিয়েছেন পঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি। এর আগেও তালিবানের ৩০০ যোদ্ধা নিহতের দাবি জানায় বিরোধীরা।
তবে এনআরএফের দাবি খারিজ করে দিয়েছে তালিবান। পঞ্জশিরের বাজারাক প্রদেশ ও গভর্নরের ভবন দখল করে নেওয়ার দাবি করছে বিদ্রোহীরা।
আনাবা, খিঞ্জ, উনাবসহ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানান তালেবানের মুখপাত্র বিলাল করিমি। পঞ্জশির উপত্যকাকে সবদিক থেকে ঘিরে ফেলার দাবি করছে তালেবান।
শনিবার রাত থেকেই তালেবানের সঙ্গে উত্তরাঞ্চলের সশস্ত্র বাহিনীর লড়াই চলছে। রবিবার ভোর থেকে যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারন করে। এ পর্যন্ত ৩৪ প্রদেশের ৩৩টির দখল নিলেও এই প্রদেশটি এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।