• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

নারীর বেশে গার্লফ্রেন্ডের পরীক্ষা দিতে এসে আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৩:৫৮ পিএম
নারীর বেশে গার্লফ্রেন্ডের পরীক্ষা দিতে এসে আটক

গার্লফ্রেন্ডের হয়ে বোর্ড পরীক্ষা দেওয়ার চেষ্টা করায় আটক হয়েছেন আফ্রিকার দেশ সেনেগালে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় নারীর ছদ্মবেশে পরীক্ষার হলে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

এএফপি জানায়, সেনেগালের ডিউরবেলের গ্যাস্টন বার্গার সেন্ট-লুইস ইউনিভার্সিটির স্নাতক পরীক্ষার্থী ছিলেন ১৯ বছর বয়সী গার্লফ্রেন্ড গ্যাঙ্গু ডিউম। পরিদর্শকদের বোকা বানিয়ে তার হয়ে তিন বিষয়ে পরীক্ষা দেন তার বন্ধু ২২ বছর বয়সী শিক্ষার্থী খাদিম এমবাউপ।

মেয়েদের মতো বোরকা, মাথায় স্কার্ফ, কানের দুলের সঙ্গে মেকাপও করেন খাদিম। তবে তার আচরণে এক পরিদর্শকের সন্দেহ হলে বেরিয়ে আসে আসল পরিচয়। পুলিশ ডেকে খাদিমের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জিজ্ঞাদাবাদে খাদিম নিজের অপরাধের স্বীকার করেন। গ্যাঙ্গু ডিউমের প্রতি ভালোবাসার কারণেই এই ঝুঁকি নিয়েছেন বলে দাবি করেন তিনি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষায় সময় হোটেলে অপেক্ষারত তার গার্লফ্রেন্ডকেও আটক করে পুলিশ। বৃহস্পতিবার ‘পরীক্ষায় জালিয়াতির’ অভিযোগের দায়ের করা মামলায় বিচারের সম্মুখীন হবেন তারা।

Link copied!