• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

নাইজারে হামলায় ২৫ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৯:০০ পিএম
নাইজারে হামলায় ২৫ জন নিহত

মালির সীমান্তবর্তী নাইজারের সংঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

বুধবার (১৭ নভেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি।

জাতিসংঘের মানবাধিকার উন্নয়ন সূচকের মাপকাঠি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ নাইজার। দেশটি তাদের মালি ও বুরকিনা ফাসো সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চল এবং নাইজেরিয়া সীমান্তবর্তী দক্ষিণপূর্বাঞ্চলে জিহাদি তৎপরতা মোকাবেলা করছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মালির সীমান্তবর্তী বিস্তৃত তাহৌয়া মরুভূমি অঞ্চলে বাকোরাত শহরে মঙ্গলবার পরিচালিত ওই হামলায় ২৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হন। সেখানে দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, একই অঞ্চলে পৃথক হামলায় ‘অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা’ টাউন হল ও একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর করে এবং দুটি মানি ট্রান্সফার শপ লুটপাট করে। সেখানে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে।

Link copied!