• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

দেয়ালে পিঠ ঠেকে গেছে পুতিনের: বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৭:২৪ পিএম
দেয়ালে পিঠ ঠেকে গেছে পুতিনের: বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বিরুদ্ধে তিনি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ তার। 

বাইডেন বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেছে পুতিনের। আর এখন তিনি নতুন মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি বলছেন ইউরোপে যুক্তরাষ্ট্রের জৈব ও রাসায়নিক অস্ত্র রয়েছে। এটা সত্যি নয়। আমি নিশ্চয়তা দিচ্ছি।”

বাইডেন আরও বলেন, “ইউক্রেন জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে পুতিন পরিষ্কার ইঙ্গিত করছেন যে তিনি নিজেই এগুলো ব্যবহারের কথা বিবেচনা করছেন। তিনি ইতোমধ্যেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। সামনে কী হতে যাচ্ছে তা নিয়ে আমাদের সতর্ক থাকা উচিত।"

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবেই দাবি করছে, ভুয়া রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে নিজেরাই এসব অস্ত্রের ব্যবহার করতে পারে রাশিয়া। এর আগে ওয়াশিংটনের সিনিয়র কর্মকর্তারাও একই ধরনের মন্তব্য করেছেন। মঙ্গলবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

Link copied!