আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার শেষে কাবুলের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে কাবুলের বিমানবন্দরে পৌঁছান তালেবান নেতারা।
সেখানে বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এসময় মার্কিন সেনাদের প্রস্থানকে আফগানিস্তানের চূড়ান্ত বিজয় উল্লেখ করে জাবিউল্লাহ বলেন, “আফগানিস্তানকে অভিনন্দন। এ বিজয় আমাদের সবার।”
এছাড়াও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন জাবিউল্লাহ মুজাহিদ। সেনা প্রত্যাহারকে আক্রমণকারীদের ‘উচিৎ শিক্ষা’ বলেও মন্তব্য করেন তিনি।
ভোরে মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিনিধি নাবিহ বুলস বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায় তালেবান যোদ্ধারা বিমানবন্দরের প্রবেশ করে বিমানগুলো পরীক্ষা করে দেখছে।
সোমবার মধ্যরাতে পর (মঙ্গলবার) মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে কাবুল বিমানবন্দর ত্যাগ করে সি১৭ সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেঞ্জি বিবিসিকে এই তথ্য জানান।
তিনি আরও বলেন, এখনো যেসব মার্কিন কর্মকর্তা দেশটিতে রয়ে গেছেন, তাদের সহায়তার জন্য কূটনৈতিক মিশন অব্যাহত থাকবে।