কঙ্গোর পূর্বাঞ্চলে চাপাতি, লাঠি ও মুগুর দিয়ে অন্তত ৩০ জন গ্রামবাসীকে হত্যা করেছে সশস্ত্র বিদ্রোহীরা। স্থানীয় সময় শনিবার ভোরে উত্তর কিভু প্রদেশের ওইচা শহরের মাকুতানোতে এ হামলা হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, হামলাকারীরা উগ্র ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এর সদস্য বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
২০১৯ সালের শেষ দিক থেকে পরিচালিত সেনা অভিযানের প্রতিশোধ নিতে কঙ্গোতে প্রায়ই এ ধরনের হামলা চালায় এডিএফ। শত শত বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে।
গতমাসে উত্তর কিভুতে অন্তত ১৯ জনকে হত্যা করে বিদ্রোহীরা। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে এডিএফ। জাতিসংঘ বলছে, এ ধরনের সন্ত্রাসী হামলা যুদ্ধাপরাধের শামিল।