• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

আফগানিস্তানে জাতিসংঘের স্থাপনায় হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০১:৩৪ পিএম
আফগানিস্তানে জাতিসংঘের স্থাপনায় হামলা

আফগানিস্তানের হেরাত প্রদেশে জাতিসংঘের মূল স্থাপনায় সরকারবিরোধীরা হামলা চালিয়েছে। এতে সেখানে থাকা একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। খবর রয়টার্স

দেশটিতে জাতিসংঘের সহকারী আবাসিক প্রধানের বরাতে জানানো হয়, শুক্রবার হেরাতের জাতিসংঘ কম্পাউন্ডে রকেটচালিত গ্রেনেড হামলা ও গুলি চালানো হয়েছে।

তালেবানেরা হেরাত শহরের অনেকখানি ভেতরে প্রবেশের কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা হয়। অবশ্য জাতিসংঘের কোনো কর্মকর্তা এতে হতাহত হননি।

হামলার পর এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, এই হামলার একটি পূর্ণাঙ্গ চিত্র দ্রুত পাওয়ার চেষ্টা করছে তারা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের উপদেষ্টা জেইক সুলিভান বলেন, “হেরাতে জাতিসংঘ কম্পাউন্ডে এই হামলার কড়া নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।”

জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি ডেবোরাহ লিওনস বলেন, “এই আক্রমণ দুখঃজনক এবং অত্যন্ত কড়া ভাষায় আমরা এর নিন্দা জানাচ্ছি।”

এদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ওই কার্যালয়ের খুব কাছেই লড়াই চলতে থাকায় সম্ভবত নিরাপত্তারক্ষী আঘাতপ্রাপ্ত হয়েছেন। তালেবান যোদ্ধারা ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে জাতিসংঘের কম্পাউন্ড কোনো হুমকির মুখে নেই।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!