• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

আটলান্টিক মহাসাগরে সন্তান জন্ম দিলেন দেশান্তরী মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১১:০০ পিএম
আটলান্টিক মহাসাগরে সন্তান জন্ম দিলেন দেশান্তরী মা

ইউরোপে উন্নত জীবনের আশায় প্রতিদিনই আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। সংবাদমাধ্যমে প্রতিদিনই আসে এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশ থেকে আগত শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনা আর নাম ঠিকানাহীন সেসব মানুষের মৃত্যুর খবর।

স্পেন, ইটালি, গ্রিস ও লিবিয়ার কোস্ট গার্ড বিভিন্ন সময়ে বিপজ্জনক অবস্থায় ভাসমান নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করেন। তবে এসব হৃদয়বিদারক ঘটনার মাঝেও প্রাণের খোঁজ পাওয়া যায়।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, সম্প্রতি আটলান্টিক মহাসাগরে তেমনই ভাসমান নৌকায় সন্তান জন্মদান করে এক অভিবাসনপ্রত্যাশী নারী।

ইউরোপে পৌঁছার চেষ্টাকালে স্পেনের সমুদ্ররক্ষীরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেন। 

স্পেনের কোস্ট গার্ড জানায়, দেশটির ক্যানারি দ্বীপের উপকূল থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান ডিঙি নৌকাটি উদ্ধার করা হয়য়। এতে মোট ৬০জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে৷ উদ্ধারকৃতরা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

স্প্যানের বার্তাসংস্থা ইএফই জানায়, এসব অভিবাসীন প্রত্যাশীরা রাবারের ডিঙি নৌকায় যাত্রা শুরুর পর পথিমধ্যে সন্তান জন্ম দেন ঐ নারী নবজাতক ও তার মা সুস্থ আছেন। তাদের সবাইকে গ্রান তারজালা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

 

Link copied!