• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নতুন বছরের আনন্দ হোক স্বাস্থ্যবিধি মেনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৫:২০ পিএম
নতুন বছরের আনন্দ হোক স্বাস্থ্যবিধি মেনে

বর্ষবরণের আনন্দের মাঝে আছে কোভিড-১৯ এর রাঙানো চোখ। বিশেষজ্ঞরা বার বার সতর্ক করেছেন ওমিক্রন নিয়ে। ইতিমধ্যেই আমরা নতুন বর্ষকে বরণ করতে পরিকল্পনা সেরে ফেলেছি।সবকিছুর মধ্যেও স্বাস্থ্যবিধি অবশ্যই মাথায় রাখতে হবে। একদিনের আনন্দ হতে পারে নিজের ও পরিবারের জন্য হুমকি। এই অবস্থায় নিজে এবং পরিজনদের রক্ষা করতে বর্ষবরণের উদ্‌যাপনেও থাকুক সতর্কতা। চলুন জেনে নেই কীভাবে সচেতন থাকবো নতুন বছরের প্রথম দিনে-

জন সমাগম এড়িয়ে চলুন

নতুন বছরে আনন্দে মেতে উঠবে বাঙালি। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। তাই এই বিষয়ে সতর্ক না হয়ে উপায় নেই। বিশেষত যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তারা এ বিষয়ে বেশি সচেতন থাকবেন। নিজে এবং পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে জন সমাগম এড়িয়ে চলুন এবছর। 

পার্টিতে থাক সীমাবদ্ধতা

নিজের বাড়িতেও বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকুন। নতুন বছরে পার্টি করতে পছন্দ করেন অনেকেই। কিন্তু মনে রাখবেন, এক দিনের পার্টির খেসারত ১৪ দিন গৃহবন্দি হয়ে দিতে হতে পারে। যদি বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে চান, তাহলে তা সীমাবদ্ধ রাখুন অল্প কয়েক জনের মধ্যেই। ঘরোয়াভাবেই আয়োজন করুন এবারের পার্ট।

আলিঙ্গন থেকে বিরত থাকুন

বাঙালি আলিঙ্গন থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবে বড়দিনের উৎসবে বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে দেখা হলেই আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। এখন যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেই আড্ডায় মাতুন। এই অভ্যাস সবার জন্যই জরুরি।

শিশু ও বয়স্কদের দূরে রাখুন

ষাটোর্ধ্ব যে কোনও মানুষের জন্যই কোভিড অনেক বেশি ভয়াবহ। সে টিকা দেওয়া থাকুক বা না থাকুক। আর শিশুরা তো এখনও টিকা পায়নি। কাজেই মন খারাপ হলেও নতুন বছরের উদ্‌যাপন থেকে দূরেই থাকতে হবে তাদের। 

কাগজের কাপ বা থালা ব্যবহার করুন

খাওয়া-দাওয়ার বন্দোবস্ত থাকলে কাগজের কাপ বা থালা ব্যবহার করুন। ব্যবহার হয়ে গেলে ফেলে দিন আলাদা করে। মনে রাখবেন পরস্পরের স্পর্শ যত এড়ানো যাবে, ততই কমবে সংক্রমণের আশঙ্কা।

জ্বরের উপসর্গ থাকলে ভিড় এড়ান

এ সময়ে সর্দি-কাশিকে অবহেলা করা মানেই বিপদ। প্রাথমিক উপসর্গের দিক থেকে কোভিড ও সাধারণ ভাইরাস ঘটিত জ্বর-সর্দি-কাশিকে আলাদা করা কার্যত অসম্ভব। কাজেই ন্যূনতম উপসর্গ থাকলেও নিমন্ত্রণ এড়িয়ে চলুন। নিজের সুরক্ষার পাশাপাশি অন্যকে সুরক্ষিত রাখাও সকলের কর্তব্য হওয়া উচিত।

সঙ্গে রাখুন স্যানিটাইজার

বাহিরে বের হলে বার বার জীবাণুনাশক দ্বারা হাত পরিষ্কার করুন। আর মাস্ক তো অবশ্যই ব্যবহার করবেন। মনে রাখবেন আনন্দের উদ্‌যাপনের জন্য কোনও বিশেষ দিনের প্রয়োজন হয় না। কাজেই এ বার নতুন বছরের মন্ত্র হোক সুস্থ থাকা, সুস্থ রাখা।

Link copied!