• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শেষ সময়ের প্রচারণায় কাঞ্চন-নিপুণ প্যানেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০২:০৬ পিএম
শেষ সময়ের প্রচারণায় কাঞ্চন-নিপুণ প্যানেল

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল। কাঞ্চন-নিপুণ পরিষদের সঙ্গে লড়ছে মিশা-জায়েদ প্যানেল। শেষ সময়ের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্যানেল দুটি। রাজধানী ঢাকার একটি হোটেলে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ শিল্পী সমিতির সদস্যদের নিয়ে প্যানেল পরিচিতির আয়োজন করে কাঞ্চন-নিপুণ। মূলত শেষ সময়ে শিল্পী সমিতির সদস্যদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন করা হয়।

এই প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সহসভাপতির দুটি পদে রয়েছেন রিয়াজ ও ডি এ তায়েব। সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানুর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নিরব, দম্পর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন এবং কোষাধ্যক্ষ আজাদ খানকে নিয়ে শক্তিশালী প্যানেল গঠন করেছে কাঞ্চন-নিপুণ পরিষদ।

কার্যকরী পরিষদের সদস্য পদে রয়েছেন অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া এবং সীমান্ত।

Link copied!