• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দুবাই গেলেন জায়েদ খান, এখানেও কি ডিগবাজি দেবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৪, ০১:০২ পিএম
দুবাই গেলেন জায়েদ খান,  এখানেও কি ডিগবাজি দেবেন

কনসার্টে যাবেন আর ডিগবাজি দিবেন না তা কি হয়। দুবাই বাংলা কার্নিভাল উৎসবে যোগ যোগ দিতে দেশ ছাড়লে ভাইরাল অভিনেতা জায়েদ খান। বুধবার ‘২০ জুন’ সকালে তার ফেসবুকে ক্ষুদে বার্তায় জানিয়েছেন এই তথ্য। বিমানে বসা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- দুবাই ডাকছে। এর আগে জায়েদ খান জানিয়ে ছিলেন ২১ জুন দুবাইতে ঈদ উপলক্ষে কনসার্টের আয়োজনও থাকছে। জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ অনেকে। কনসার্টে বিশেষ আকর্ষণ জায়েদ খানের ডিগবাজি।

এদিকে ঈদে এক বান্ডিল টাকা সালামি পেয়েছেন নায়ক জায়েদ খান। ভিডিওতে দেখা গেছে এই চিত্র।  তবে ঈদে নতুন করে নজর কাড়ছে ভিডিওটি।

 এই ভিডিওতে দেখা যায়, জায়েদ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা সালামি দেন।  এরপর জায়েদ খান  ডিপজলকে নিয়ে দু-চারটি কথা বলেন। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!