• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

মায়ের জন্য পূজার কান্না থামছেই না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ১২:৫৩ পিএম
মায়ের জন্য পূজার কান্না থামছেই না
মায়ের সঙ্গে পূজা চেরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মায়ের জন্য চিত্রনায়িকা পূজা চেরির কান্না থামছেেই না। রোববার (২৪ মার্চ) প্রয়াত হয়েছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়। শুটিং কিংবা বাসা—মা ছিলেন এই চিত্রনায়িকার নিত্যসঙ্গী। মেয়ের ক্যারিয়ারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাঁর মা ঝর্ণা রায়। বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা বলেছেন পূজা। মাকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন তিনি। মায়ের জন্য তার কান্না থামছেই না।

মঙ্গলবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের উদ্দেশে লেখা খোলা চিঠিতে পূজা কান্না করে বলেন বলেন, ‌‘কখনও মুখ ফুটে বলতে পারিনি মামণি, কতটা ভালোবাসি তোমায়। ২টা দিন চলে গেল, মনে হচ্ছে দুই যুগ তুমি নেই মা। যতবারই নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা নিঃশ্বাস যেন খুঁজছে তোমায়। আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে। একটিবার এসো মা। না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসব, পরে কিন্তু অনেক বকা দিব।’

তিনি আরও লেখেন, ‘মা, মাগো, রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম তখন মনে হচ্ছিল—ইশ আর কেউ না দেখুক আমি যদি সবসময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা, তুমি তো দেখছ। শুধু আমায় পথ দেখিয়ে দিও। তুমি মনে হয় বুঝতে পারছ কি বলছি আমি। ঠিক আছে? ভালো থেকো।’

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলে পূজার মা ঝর্ণা রায়। মৃত্যুর কয়েকদিন আগে শারীরিক অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবশেষে আর ফেরানো গেল না। চিরঘুমের দেশের পাড়ি দিলেন তিনি।

 

Link copied!