• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২, ১৯ রবিউস সানি ১৪৪৭

কাকে বিয়ে করতে যাচ্ছেন ৪২ বছরের অভিনেত্রী তৃষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৯:২০ পিএম
কাকে বিয়ে করতে যাচ্ছেন ৪২ বছরের অভিনেত্রী তৃষা

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও আলোচনায়। এবার কোনো নতুন সিনেমা বা চরিত্রের কারণে নয়— গুঞ্জন, তিনি নাকি জীবনের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছেন। সূত্র বলছে, খুব শিগগিরই এই ৪২ বছর বয়সী অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন।

তৃষা সবসময় ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন। তাই নতুন এই খবরকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। কারণ এবার নায়িকার জীবনে নাকি এসেছে নতুন কেউ।

দক্ষিণের জনপ্রিয় গণমাধ্যম দিনা থান্থির বরাতে জানা গেছে, তৃষার পরিবারের পক্ষ থেকে একটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। পাত্র চণ্ডীগড়ের বাসিন্দা, যিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় ব্যবসা পরিচালনা করে এখন ভারতে কাজের পরিধি বাড়িয়েছেন। দুই পরিবারের মধ্যে নাকি দীর্ঘদিনের পরিচয়ও রয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তৃষা বা তার পরিবারের পক্ষ থেকে। বিয়ের তারিখও গোপন রাখা হয়েছে।

তৃষা বর্তমানে অভিনয় করছেন বেশ কিছু বিগ বাজেটের প্রজেক্টে। তবে তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়েই এখন ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ—তিনি সত্যিই কি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটি কেবল গুঞ্জন— সেই উত্তর জানতে অপেক্ষা দক্ষিণের সিনেমাপ্রেমীদের।

Link copied!