অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তবে এ নিয়ে বরাবরই নীরবতা পালন করেছেন তারা দুজন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা সিনেমার বিশেষ প্রদর্শনীতে সব সময় পাশাপাশি দেখা গেছে তাদের। তবে সম্প্রতি তাদের সম্পর্কে ভেঙে গেছে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, নকশী নামের এক নারীর প্রেমে মজেছেন নির্মাতা রেদওয়ান রনি।
রনির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে গণমাধ্যমকে সাদিয়া বলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’
সম্প্রতি মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া আয়মান, অন্যদিকে দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমের অনুষ্ঠানে দেখা যায়নি রেদওয়ান রনিকে। কেন তাদের দুজনকে আর একসঙ্গে দেখা যায় না এমন প্রশ্নের জবাবে সাদিয়া বলেন, ‘‘সাবা’র প্রিমিয়ারে যাইনি সেদিন আমার শুটিং ছিল। আর ডেইলি স্টারের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু আমাদের একসঙ্গে দেখেননি কারণ, কেন একটা মানুষের সঙ্গে আমি একসঙ্গে থাকব। তারও তো একটা আলাদা সার্কেল আছে। সম্পর্ক তো পরের কথা, আগে তো আমরা খুব ভালো বন্ধু।
কথার সূত্র ধরে তিনি যোগ করেন,’বন্ধু হিসেবেই তো আমরা একসঙ্গে সব জায়গায় যাই। আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে এটাই। এখন একসঙ্গে দেখতে পারছেন না কারণ আমাদের কাজ থাকে। রেগুলার নাটকের শুটিং না থাকলেও বিভিন্ন শুট থাকে, বাসায়ও কাজ থাকে। সে আবার সিনেমা বানাচ্ছে তারও কাজ আছে, আর তার সঙ্গে সবসময় আমাকে তো দেখতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা দুজনই আমাদের উভয়ের জীবন নিয়ে ব্যস্ত। এ জন্য হয়তো আমাদের কোনো পাবলিক ইভেন্টে দেখতে পারছেন না। তিনি তার সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত।’
নকশী নামে এক মেয়ের সঙ্গে রনির সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনার কাছে ইনফরমেশন আসতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর সে তো আমার ফ্রেন্ড। সে যে কারও সঙ্গে প্রেম করতেই পারে, এটা তার ইচ্ছা। তার বন্ধু হিসেবে আমি যতটুকু জানি সে তার সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত। এ কারণে আমাদের হয়তো একসঙ্গে কেউ দেখতে পারছে না, টাইমিং মিলছে না। তবে আমরা এখনও খুব ভালো বন্ধু। আমাদের এখনও যোগাযোগ হয়, কথা হয়। ব্যস্ততার কারণেই আমাদের দেখা হচ্ছে না। সে তো আমার ফ্রেন্ড আমাদের কেন যোগাযোগ কমবে।’