• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২, ১৯ রবিউস সানি ১৪৪৭
নতুন সিনেমা

শাকিব-তিশা: গুঞ্জন সত্যি হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৪:৩৬ পিএম
শাকিব-তিশা: গুঞ্জন সত্যি হলো
শাকিব খান ও তানজিন তিশা

ছোট পর্দার বড় তারকা তানজিন তিশা। গুঞ্জন উঠেছিল, তিনি কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন। সে সময় নিশ্চিত খবর মিলেছিল, সিনেমায় এই নায়িকার অভিষেক হচ্ছে টলিউড তথা কলকাতা থেকে। তা-ও আবার নায়ক হিসেবে পেতে যাচ্ছিলেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’-খ্যাত শরমন যোশিকে।

‘ভালোবাসার মরশুম’ নামের সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ। তিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ সিনেমাটি নির্মাণ করেন। মে মাসের শেষ দিকে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা; কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুরু হয় শুটিং; তবে তখন থেকে এখনো দেখা যায়নি তিশাকে। শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। তবে নতুন সারপ্রাইজ নিয়ে দ্রুতই হাজির হচ্ছেন তিশা, এটুকু সত্য। 

কারণ এরই মধ্যে নিশ্চিত শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তিশার। সিনেমার নাম ‘সোলজার’। দ্রুতলয়ে চলছে শুটিং প্রস্তুতি। তবে তার আগেই টলিউডের পাতা থেকে ছিটকে পড়লেন তিশা। মূল কারণ হিসেবে জানা গেছে, তানজিন তিশার ভারতীয় ভিসা জটিলতা। এদিকে টলিউড থেকে ছিটকে পড়লেও আগামী সপ্তাহে ঢালিউডের ‘সোলজার’-এ অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। সমালোচকরা বলছেন, ভিসা জটিলতা শাপে বর হলো তানজিন তিশার জন্য। কারণ এই সময়ে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত থাকলে ঢালিউডের ‘সোলজার’ ছবিটি না-ও পেতে পারতেন ছোটপর্দার বড় তারকা তানজিন তিশা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!