• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঈদে শাকিবের কী উপহার পেল বীর ও বুবলী?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৬:৫৭ এএম
ঈদে শাকিবের কী উপহার পেল বীর ও বুবলী?
শাকিব- বুবলীর সঙ্গে বীর। ছবি: সংগৃহীত

 ঈদে হল কাঁপিয়ে চলছে নায়ক শাকিব খানের সিনেমা ‘তুফান’। আর চিত্রনায়িকা শবনম বুবলীর পেয়েছে‘রিভেঞ্জ’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। এমন উৎসব-আমেজের মধ্যে বুবলী কোনো অনুষ্ঠানে গেলেই আসে ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গ। ঈদ উপলক্ষে বাবার কাছ থেকে কী উপহার পেল বীর ও বুবলী? সেটাই জানতে চাওয়া হয়েছিল এক ভিডিও সাক্ষাৎকারে।
উত্তরে শবনম বুবলী বলেন, ‘আসলে হয় কি, বাবা–ছেলের সম্পর্ক তো সারা জীবনের। এটা আমি সব সময়ই বলি। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই। আর আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।’

চ্যানেল টোয়েন্টিফোরের একটি ঈদ অনুষ্ঠানে বুবলী আরও বলেন, ‘পাশাপাশি উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা, সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।

তবে যখন মা-বাবা দুজন উপহার দেয়, সেটা খুব স্পেশাল হয়। ঈদ ছাড়াও অনেক সময়েই তাঁদের জন্য মিলিয়েও পোশাক কিনেছি। শুধু পাঞ্জাবি নয়, টি–শার্টও মিলিয়ে পরে বাবা-ছেলে। এসবের অনেক স্মৃতি তুলে রাখা আছে বীরের জন্য। বড় হলে এই স্মৃতিগুলো দেখবে বীর।’

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!