• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অস্ট্রেলিয়াতে ‘প্রহেলিকা’র সব টিকেট শেষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০২:৪৪ পিএম
অস্ট্রেলিয়াতে ‘প্রহেলিকা’র সব টিকেট শেষ

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি প্রাপ্ত সিনেমা পাঁচটি সিনেমার মধ্যে ‘প্রহেলিকা’ দর্শকদের মনে বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। ঈদের তৃতীয় সপ্তাহে এসেও দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি চোখে পরার মতো। এবার দেশের দর্শকের মন জয় করে ‘প্রহেলিকা’ যাচ্ছে বিদেশি দর্শকের মন জয় করতে। আগামী ৫ আগস্ট অস্ট্রেলিয়ার বড় ৬টি শহরে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমাটি।

জানা গেছে, সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে দেশি ইভেন্টস ও পথ প্রডাকশন। প্রতিষ্ঠান ২টির পক্ষে দেশি ইভেন্টসের কর্ণধার সাঈদ ফয়েজ জানিয়েছেন, আগামী ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি শহরে ‍‍`প্রহেলিকা‍‍` মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সিডনি ও মেলবোর্ন শহরের প্রথম সপ্তাহের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

তিনি বলেন, ‘‘আশা করছি সিনেমাটি অস্ট্রেলিয়ায় সাড়া ফেলব। টিকিট বিক্রি বাড়লে আমরা হল ও শোয়ের সংখ্যা আরও বাড়াব।’’

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা’র মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহেমদ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

Link copied!