• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘যে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা ধিকি ধিকি জ্বলবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ১১:৫১ এএম
‘যে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা ধিকি ধিকি জ্বলবে’

“জামায়াত-শিবিরের রাজনীতি নিয়ে ১৪ দল মিলে যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সকলের উপরই আমার আস্থা আছে। কিন্তু সিদ্ধান্তটা প্রথমেই শুনলে অনেকটা ডেমোক্রেটিক মনে হয় না। ১৪ দলের এই সিদ্ধান্ত একটু কৌশলী হলে সুন্দর হতো। আমার মনে হয়, যে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে। একদম নিভে যাবে না। মনে হচ্ছে না, যার জন্য নিষিদ্ধ করা হবে সেই জিনিসটাকে নিভিয়ে দেওয়া যাবে। এটা বরং থেকে যাবে, ধিকি ধিকি আগুন জ্বলবে।”

কথাগুলো বলেছেন চিত্রনায়ক ও  বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা।

নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

সোহেল রানা বলেন, “আমরা চাই শান্তি। চাই মুক্তভাবে সুন্দরভাবে দেশটা চলুক। বর্তমান সময় যেভাবে আছে, এটা ভালো লাগছে না। হাজার হাজার মানুষ কষ্ট করছেন। মেট্রোরেল আমাদের গর্বের ছিল, সেটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না।”

উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্রসংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।

তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!