• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

খোলা চুল আর মিষ্টি হাসিতে আইফোন ১৭ নিয়ে উচ্ছ্বসিত ফারিণ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:১৬ এএম
খোলা চুল আর মিষ্টি হাসিতে আইফোন ১৭ নিয়ে উচ্ছ্বসিত ফারিণ 

নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবার নতুন এক কারণেই আলোচনায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি শেয়ার করেছেন একটি ছবি, যা ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে।

ছবিতে দেখা যায়, সোফায় আরাম করে বসে আছেন ফারিণ। পরনে কালো টপ ও প্রিন্টেড স্কার্ট। খোলা চুলে মুখভরা হাসি—হাতে নতুন পাওয়া আইফোন ১৭। ক্যাপশনে ছোট্ট করে লিখেছেন, “পেয়েছি।”

শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফার উপর বসে একটি কালো টপ এবং প্রিন্টের স্কার্ট পরে আছেন। ফারিণের খোলা চুল মিষ্টি হাসিতে আইফোনটি ১৭ হাতে ধরা দিয়েছেন।

এদিকে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!