এবার বলিউড মাতাতে যাচ্ছেন শাকিবের ‘বরবাদ’ অভিনেত্রী রিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৫:২৪ পিএম
এবার বলিউড মাতাতে যাচ্ছেন  শাকিবের ‘বরবাদ’ অভিনেত্রী রিয়া
শাকিব খান, রিয়া গঙ্গোপাধ্যায়। ছবি: কোলাজ

টলিউড ও ঢালিউড মাতিয়ে এবার বলিউড মাতাবেন সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ এর অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে রিয়াকে দেখা দেখাগেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। তিনি ইধিকা পালের বোনের চরিত্রে অভিনয় করেছেন।

গত বছরটি নানা ঝড় বয়ে গিয়েছে এই অভিনেত্রীর জীবনে। সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে। এর মাঝেই কাজ করেছেন‌ শাকিব খানের সঙ্গে ছবি ‘বরবাদ’।

কলকাতার টেলিভিশনের পরিচিত মুখ এবার সোজা বলিউডে পাড়ি দিলেন। সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন নতুন পথ চলার সুখবর।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে হিন্দি সিনেমা ‘বিহান’।  সিনেমাটি পরিচালনা করেছে  ধীরাজ কুমার। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।

বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভাল কাজের তাগিদে।

রিয়ার অভিনয়ের জগতে পা রাখার গল্প বেশ সমৃদ্ধ। এর আগে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’, ‘অমরসঙ্গী’ এবং ‘৩৬ ঘণ্টা’-এ। সিরিয়ালে বেশিরভাগ সময় তাঁকে খলচরিত্রে দেখা গেছে। এছাড়া দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ‘শোলাঙ্কি’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Link copied!