সারা দেশের ৪১টি সিনেমা হলে শুক্রবার (১২ মে) মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের ব্লকবাস্টার মুভি ‘পাঠান’। দেশ স্বাধীন হওয়ার পর গত ৫২ বছরে এটি হলে মুক্তি পাওয়া দ্বিতীয় হিন্দি সিনেমা। এর আগে ২০১৫ সালে দেশের হলে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমা। সে সময় চলচ্চিত্র সংগঠনগুলোর প্রতিবাদের মুখে নামিয়ে দেওয়া হয়েছিল সিনেমাটি। এবার পরিস্থিতি ভিন্ন। গণমাধ্যম জানিয়েছে, সিনেপ্লেক্সগুলোতে ‘পাঠান’ ছবির প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনেরও বেশির ভাগ শোর টিকিটও পাওয়া যাচ্ছে না।
গণমাধ্যম বরাতে জানা যায়, চলচ্চিত্রের ১৯ সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে ৫টি শর্তে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সে শর্তগুলো মেনেই শুক্রবার (১২ মে) মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এর মধ্য দিয়ে হলো দেশের প্রেক্ষাগৃহগুলোতে হিন্দি সিনেমা প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা।
‘পাঠান’ সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, “সিনেমাটি ৪১টি হলে মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ৮টি মাল্টিপ্লেক্স ও ৩৩টি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল। আরও অনেক হলের মালিকেরা সিনেমাটি প্রদর্শনের জন্য চেয়েছিলেন। কিন্তু সেসব হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কারণে আমরা সিনেমাটি দিইনি।”