টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব ও জীবনদর্শনেও অনন্য। মার্জিত ব্যবহারে মুগ্ধ করেন সবাইকে, যদিও ব্যক্তিগত জীবন নিয়ে তাকে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায় না। তবে এবার নতুন প্রজন্মের জন্য দিলেন সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ।
সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েলকে ‘ডেটিং টিপস’ দিতে বলা হলে অভিনেত্রী এমন এক উত্তর দেন, যা ছুঁয়ে গেছে ভক্তদের মন।
কোয়েলের ভাষায়, “সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলসের মতো নয়। প্রতিটি মুহূর্তে আনন্দ বা উত্তেজনা থাকবে না, এটা স্বাভাবিক। সম্পর্ক মানে একটা প্রতিশ্রুতি—যার মধ্যে থাকে পবিত্রতা, দায়িত্ববোধ আর লয়ালিটি।”
সম্পর্কের স্থায়িত্বের প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভালো লাগছে না বলে জামাকাপড় বদলের মতো মানুষ বা সম্পর্ক বদলে ফেলা যায় না। সম্পর্ক মানে তো একে অন্যের পাশে থাকা, সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হওয়া।”
নিজের দৃষ্টিভঙ্গি জানাতে গিয়ে কোয়েল হাসতে হাসতে বলেন, “হয়তো আমি একটু পুরনোপন্থি, কিন্তু আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।”
অভিনেত্রীর এই ভাবনা ভক্তদের মন জয় করেছে। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “কোয়েল যা বলেছেন, একদম হৃদয় ছুঁয়ে যায়।” আরেকজনের মন্তব্য, “এই কারণেই তিনি চিরকাল আমাদের টালি কুইন।”
উল্লেখ্য, ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল মল্লিক। তাদের দুই সন্তান—পুত্র কবীর ও কন্যা কাব্য। পরিবার ও ক্যারিয়ার, দুই দিকেই সমান সফল এই তারকা।


































