আমেরিকা থাকলেও ঈদের চমক নিয়ে ভক্তদের মাঝে হাজির হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ‘পিএস চাই, সুন্দরী’ শিরোনামের একটি টেলি ছবিতে অভিনয় করেছেন তিনি।
ঈদের দিন টেলি ছবিটি এটিভি (ইউ এস এ) ও বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে ঈদের পরের দিন প্রচারিত হবে।
ত্রিভুজ প্রেমের গল্পে মৌসুমী সঙ্গে এতে অভিনয় করেছে আকাশ রহমান, হাসান জাহাঙ্গীসহ আমেরিকার বাংলা কমিউনিটির জনপ্রিয় মুখ।
নাটকটির রচনাও পরিচালনার দায়িত্বে ছিলেন হাসান জাহাঙ্গীর।
টেলি ছবিটি নিয়ে মৌসুমী বলেন, ‘শত শত ছবি করেও আমি এত মজা পাইনি কমেডি প্যাটার্নের ময়মনসিংহের বাসায় অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি। এর কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের, অনেক কষ্ট করে আমাকে, সময় দিয়ে আঞ্চলিক ভাষাটা শিখিয়েছে। ঈদে সবাই আমাকে নতুন ভাবে দেখতে পাবেন।’