ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান তিনি। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।
এবার ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা নির্বাচিত হলেন প্রভাস। ওরম্যাক্স মিডিয়া অক্টোবর মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে শাহরুখ খান, থালাপাতি বিজয়, আল্লু অর্জুনকে পেছনে ফেলে সেরা অভিনেতার জায়গা পেয়েছেন প্রভাস।
ওরম্যাক্স মিডিয়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে জানিয়েছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন প্রভাস। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন থালাপাতি বিজয়, আল্লু অর্জুন।
দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—শাহরুখ খান, অজিত কুমার, জুনিয়র এনটিআর। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ, সালমান খান।
‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত প্রভাস। ২০০২ সালে ‘ঈশ্বর’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।
প্রভাসের ঝুলিতে এখন অর্ধডজন সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘রাজা সাব’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে বড় বাজেটের এ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। তাছাড়াও ‘ফৌজি’, ‘বাহুবলি: দি ইটারনাল ওয়ার পার্ট-১’, ‘স্প্রিরিট’, ‘কল্কি টু’, ‘সালার টু’ সিনেমার কাজও এখন প্রভাসের হাতে রয়েছে।































