ভারতের রাজস্থানের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার জমকালো বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে—রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ একঝাঁক তারকা সঙ্গীতানুষ্ঠান মাতিয়ে তুলেছেন।
তবে নজর কাড়ে একমাত্র অনুপস্থিতি—রণবীর কাপুরের। তারকার ভক্তদের মনে প্রশ্ন—এই ধরনের অনুষ্ঠান যেখানে বলিউডের অর্ধেক তারকা নাচগান করে, সেখানে রণবীর কাপুর কেন নেই?
ঠিক এমন সময়ই সামনে আসে রণবীর কাপুরের বহু বছর আগের একটি সাক্ষাৎকার, যা তার অনুপস্থিতির কারণকে আবারও আলোচনায় এনেছে।
২০১১ সালে দেওয়া সেই সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট জানিয়েছিলেন—
টাকার বিনিময়ে তিনি কখনো কোনো বিয়েতে নাচবেন না।
রণবীর তখন বলেছিলেন,
“অর্থের জন্য আমি কোনো বিয়েবাড়িতে পারফর্ম করব না। আমাদের পরিবারের মর্যাদা নিয়ে আমার আলাদা অনুভূতি রয়েছে। চাই না পরিবারের কেউ টাকার বিনিময়ে এসব করুক। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন—
“আমি কোন পরিবার থেকে এসেছি, সেটি সবসময় মনে রাখি। অন্য তারকারা পারফর্ম করেন—তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বেড়ে ওঠা মূল্যবোধ এর সঙ্গে যায় না। কোটি টাকা আয় করার চেয়ে আমি একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত হতে চাই।”
বিয়েবাড়িতে নাচতে না চাওয়ার পেছনে আরেকটি কারণও উল্লেখ করেছিলেন রণবীর কাপুর। তার ভাষায়—
“যে অনুষ্ঠানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করে, সেখানে নাচতে আমার অস্বস্তি হয়। এতে আমার মর্যাদা ক্ষুণ্ন হয় বলে মনে করি।”































