• ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২, ২৫ সফর ১৪৪৬

অনুমতি না নিয়ে ছবি ব্যবহার করায় ক্ষেপেছেন প্রভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৫৯ এএম
অনুমতি না নিয়ে ছবি ব্যবহার করায় ক্ষেপেছেন প্রভা
সাদিয়া জাহান প্রভা

সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তা দিয়ে তিনি এ অভিযোগ করেন।

প্রভা জানান, ট্রাভেল ট্রাকারস নামের একটি এজেন্সি তার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও তাদের মত করে বিজ্ঞাপন আকারে প্রচার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি।

প্রভা বলেন, ‘ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নেইনি। এছাড়া তাদের সঙ্গে কোনোভাবেই আমি যুক্ত নই। ঘুরতে গেলে আমি নিজের পয়সা খরচ করে যাই। কখনো আমাকে এই প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়নি। তারপরও তারা আমার ঘুরতে যাওয়াসহ বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্রান্ডিংয়ের কাজে লাগাচ্ছে। তারা যেটা করছে সেটা অনৈতিক।’

প্রতিষ্ঠাটিকে সতর্ক করে প্রভা বলেন, ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি তো আপনাদের দেইনি। আপনারা এটা করবেন না। এটা ঠিক না। সাবধান হয়ে যান!

প্রভার অভিযোগের পর ট্রাভেল ট্রাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা সোশ্যাল মিডিয়া টিমের বিষয়। তারা বিষয়টি ভালো বলতে পারবে।’

পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

Link copied!