• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২, ২৪ সফর ১৪৪৬

ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:১২ পিএম
ভক্তদের দুঃসংবাদ দিলেন হুমা কুরেশি
হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে একটু অন্যরকম বলেই বিবেচনা করেন তার ভক্তরা। অভিনয় ও  গ্ল্যামার–দুই দিকেই নিজেকে সমানভাবে প্রমাণ করেছেন। সম্প্রতি যখন শোনা গিয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া হাস্যরসের সিনেমা ‘খোসলা কা ঘোসলা’র সিকুয়ালে অভিনয় করবেন হুমা কুরেশি, তখন তার অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল বেশ উচ্ছ্বাস।

ভক্তরা ভাবছিলেন, নতুন রূপে হুমাকে দেখা যাবে, যেখানে পারিবারিক আবহে ডার্ক হিউমার আর সামাজিক বাস্তবতার মিশেল থাকবে। কারণ জানা গিয়েছিল এবার ‘খোসলা কা ঘোসলা টু’ সিনেমার গল্পে নারী চরিত্রটির গুরুত্ব অনেক।

Huma Qureshi addresses pay disparity in OTT, despite ‍‍`Maharani‍‍`s‍‍` success |  - Times of India

প্রথম ছবির মতো শুধু পুরুষ চরিত্রকেন্দ্রিক নয়, বরং এবার পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বে নারীর অংশগ্রহণও বাড়ছে। সে কারণেই হুমার নাম প্রথম আলোচনায় আসে। 

‘গ্যাংস অব ওয়াসেপুর’ থেকে শুরু করে হুমা অভিনীত প্রতিটি চরিত্রে বারবার প্রমাণ করেছেন তার অভিনয় ক্ষমতা। তাই নির্মাতা ও প্রযোজকের কাছে হুমা ছিলেন যথেষ্ট বিশ্বাসযোগ্য নাম। হুমার সঙ্গে সিনেমাটি নিয়ে কথাও হয় তাদের। কিন্তু সম্প্রতি জানা গেল, এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। যদিও কেন এ সিনেমা থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে হুমা এখনো কোনো ব্যাখ্যা দেননি।

Huma Qureshi feels some actors are ‍‍`only talking about process and not  acting‍‍`: ‍‍`I‍‍`m not trying to be catty but…‍‍` | Bollywood News - The Indian  Express

ভারতীয় একাধিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, ব্যস্ত শিডিউল, সৃজনশীল মতভেদ অথবা ব্যক্তিগত কোনো কারণে হয়তো এ সিনেমায় কাজ করবেন না তিনি। 

এখন নির্মাতারা নায়িকার চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন। হুমার সরে দাঁড়ানোয় নতুন জল্পনা তৈরি হয়েছে– কে হবেন ‘খোসলা কা ঘোসলা ২’-এর নায়িকা?

প্রযোজনা সূত্র বলছে, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হবে বছরের শেষ দিকেই।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!