• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

১০ মার্চ মুক্তি পাচ্ছে পংকজ পালিতের ‘একটি না বলা গল্প’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ১০:২৪ এএম
১০ মার্চ মুক্তি পাচ্ছে পংকজ পালিতের ‘একটি না বলা গল্প’

চিত্রগ্রাহক পংকজ পালিত পরিচালিত ছবি ‘একটি না বলা গল্প’ মুক্তি পেতে যাচ্ছে ১০ মার্চ। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিটির মধ্যে দিয়ে চিত্রগ্রাহক থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় ফিল্ম আর্কাইভে ছবিটির পোস্টার উদ্বোধন ও উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পরিচালক জানিয়েছেন, ছবিটি শুধু মুক্তিযুদ্ধ নিয়েই নয়, এর সঙ্গে যুক্ত আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসও। ছবিটি সরকারি অনুদানপ্রাপ্ত।

ছবিটি সম্পর্কে পরিচালক পংকজ পালিত বলেন, “২০১৭ সালে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিশ্বজিৎ চৌধুরীর লেখা ‘মৃত্যু যেভাবে বাঁচায়’ গল্পটি আমার কাছে খুব ভালো লাগে। মনস্থির করি এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের।”

এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু চরিত্রে অভিনয় করছেন রুনা খান, রওনক হাসান, প্রাণ রায়, নরেশ ভুঁইয়া, মনিরা মিঠু, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে।

চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে পংকজ পালিত ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। প্রথম কাজ করেছিলেন প্রখ্যাত নির্মাতা মোরশেদুল ইসলামের ‘সূচনা’ ছবিতে। তার চিত্রগ্রহণে সমৃদ্ধ ছবিগুলোর মধ্যে রয়েছে  ‘অগ্নিবলাকা’, ‘সূচনা রেখার দিকে’, ‘জনকের মুখ’, ‘ছিটকিনি, ‘গোরা।
 

Link copied!