• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০২:৫৬ পিএম
শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী

বান্দরবানের পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন সাপের কামড়ে আহত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ‘ডেড বডি’ নামের একটি সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা পাহাড়ি এলাকায় শুটিং করছিলাম। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ সবুজ রঙের একটি সাপ সানীর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। বর্তমানে সানী সুস্থ আছেন।”

এদিকে সোমবার (৩০ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছে ওমর সানী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর এখন আমি ঢাকায়।”

উল্লেখ্য, ওমর সানী ছাড়াও ‘ডেডবডি’ সিনেমায় শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে অভিনয় করছেন।

Link copied!