• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ওবায়দুল কাদের আমার অভিভাবক : জাহারা মিতু


নাইস নূর
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১২:১৪ এএম
ওবায়দুল কাদের আমার অভিভাবক : জাহারা মিতু

অমর একুশে বইমেলায় চিত্রনায়িকা জাহারা মিতুর একটি কবিতার বই প্রকাশ হয়েছে। বইয়ের নাম ‘প্রেমিকার নাম কবিতা’।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনকালে জাহারা মিতু বলেন, “সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অনেক সম্মান করি, আমার একজন অভিভাবকও তিনি। আমার বইয়ের মোড়ক উন্মোচন করায় তার প্রতি কৃতজ্ঞ ও অনুপ্রাণীত।”

‘প্রেমিকার নাম কবিতা’ বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বহটিতে রয়েছে ১০০টি কবিতা। এর প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন জাহারা মিতু। হালের জনপ্রিয় এই নায়িকা সিনেমার জন্য বেশ কিছু গানও লিখেছেন।

Link copied!