• ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ জ্বিলকদ ১৪৪৬

এবার একসঙ্গে পর্দায় হৃতিক-শাহরুখ-সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ০৩:৩৩ পিএম
এবার একসঙ্গে পর্দায় হৃতিক-শাহরুখ-সালমান
হৃতিক-শাহরুখ-সালমান। ছবি: সংগৃহীত

শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে যশ রাজ ফিল্মস। প্রেডাকশনটির স্পাই ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্র ‘টাইগার ৩’ আসছে। দুটো সিনেমাতেই শাহরুখ-সালমানকে দেখা যাবে একে অন্যের ক্যামিও চরিত্রে। এবার  ট্রিপল ধামাকা নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তিন তারকা হৃত্বিক রোশন-শাহরুখ খান ও সালমান খান। যশরাজ ফিল্মসের ‘ওয়ার টু’ সিনেমায় একসঙ্গে দেখা মিলবে এই তিন তারকাকে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক সিদ্বার্থ আনন্দের ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েল বানাতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, অয়নের কথাতেই নাকি সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছেন জুনিয়ার এনটিআর। ‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নজরে পড়েছেন এনটিআর জুনিয়র। তাকে নিয়েই ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য তৈরি করতে যাচ্ছেন অয়ন মুখোপাধ্যায়।

সংবাদমাধ্যমটি জানায়,  ‘ওয়ার টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণি তারকা জুনিয়ার এনটিআরকে। তাকে জব্দ করার জন্যই হৃতিকের সঙ্গে হাত মেলাবেন বলিউড বাদশা শাহরুখ এবং ভাইজান সালমান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষনা দেননি প্রযোজক আদিত্য চোপড়া।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওয়ার’-এর সিক্যুয়েল ‘ওয়ার ২’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে হৃতিক রোশন ও টাইগার শ্রফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে ছিলেন বাণী কাপুর, আশুতোষ রানা ও অনুপ্রিয়া গোয়েঙ্কা। ‘ওয়ার ২’-এ থাকছেন হৃতিক, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি ও আশুতোষ রানা।  

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!