দক্ষ অভিনেতা মোশাররফ করিম। তার বর্ণিল ক্যারিয়ারে বহু চরিত্র দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু তাকে আগে সেভাবে কখনও অ্যাকশন, রক্তারক্তি মধ্যে দেখা যায়নি।
এই প্রথম অ্যাকশন লুকে হাজির হয়ে চমকে দিলেন মোশাররফ করিম, যা বিস্মিত করেছে নেটিজেনরা; বলছেন, এ কোন মোশাররফ করিম?
সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ছবির একটি লুক পোস্টার প্রকাশিত হয়েছে রোববার সন্ধ্যায়। সেখানে বিধ্বংসী রূপে মোশাররফকে দেখা যায়।
পরিচালক সঞ্জয় ও মোশাররফ করিম দুজনেই পোস্টারটি পোস্ট করে লিখেছেন, ইনসাফের শক্তিধর এক প্রতিভাবান ও লিজেন্ডারি অভিনেতার সঙ্গে পরিচয় করি দেই, যিনি মোশাররফ করিম। এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!
মোশাররক করিমকে এমন লুকে দেখে অনেকে লিখেছেন, এই লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কেউ বলছেন, পুরাই অস্থির হইছে। আরেকজন লিখেছেন, এমনটাই তো চাই। মোশারফ করিমকে প্রতিটি কাজে এমন অন্যভাবে উপস্থাপন করা হোক। পরিচালকের পোস্টের একাধিক মন্তব্যে বলা হচ্ছে, দেরিতে হলেও কেউ একজন মোশারফ করিমকে কমার্শিয়াল সিনেমায় ইউজ করল। ঈদে তাণ্ডবের পর ইনসাফ দেখবো।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’, যেখানে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণসহ অনেকে।
এর আগে জিৎকে নিয়ে পশ্চিমবঙ্গের ‘মানুষ’ বানালেও দেশে ‘ইনসাফ’ হতে যাচ্ছে সঞ্জয়ের প্রথম ছবি। তিনি বলেছেন, ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। পরিচালকের ভাষ্য, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।
সঞ্জয় সমদ্দার বলেন, বাংলাদেশে এটা আমার প্রথম ছবি। আসলে সিনেমা মেকিংয়ের জার্নিটা ইমোশনালি একই। এখানে দেশি ফাইট ডিরেক্টর, টেকনিশিয়ান সবই দেশি। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুর সব লোকেশনে শুটিং করছি। আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন দেশে রেখেছি। আমার ধারণা, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিতে যেতে। ইনসাফেও আমি সেই চেষ্টা কমতি রাখিনি।