• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আবারও মা হতে চলেছেন আনুশকা শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০১:৫৪ পিএম
আবারও মা হতে চলেছেন আনুশকা শর্মা
ভিরাট-আনুশকা। ছবি: সংগৃহীত

ভালোবেসে ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। এবার জানা গেল, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা দম্পতি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিন মাসেরও বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী আনুশকা। গত কয়েক মাস ধরেই অনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। স্বামী কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। তবে জানা গেছে,  বিরাত-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।

এর আগে ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন আনুশকা। প্রায় দুই বছর হয়ে গেল এখনও মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি কোহলি-আনুশকা। এর মাঝেই ফের খুশির খবর কোহলি পরিবারে।

Link copied!