• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

সম্মতি ছাড়াই রেখার ঠোঁটে চুমু, স্তম্ভিত অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১২:৩৬ পিএম
সম্মতি ছাড়াই রেখার ঠোঁটে চুমু, স্তম্ভিত অভিনেত্রী
অভিনেত্রী রেখা। ছবি: কোলাজ

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা। ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না রেখার জন্য। নিজের অবস্থান পাকাপোক্ত করতে বেশ বেগ পেতে হয়েছিল এ অভিনেত্রীকে। এমনকি হেনস্তার শিকারও হতে হয়েছিল।

ইয়াসের উসমানের লেখা ‘রেখা : দি আনটোল্ড স্টোরি’ গ্রন্থে উঠে এসেছে তার জীবনের বেশ কিছু ঘটনা।

দক্ষিণী তারকা জেমিনি গণেশনের পরিবারে জন্ম রেখার। সেই পরিবারেরই কঠিন সময়ে মুম্বাই এসে অভিনয় শুরু করেন রেখা। আর্থিক কারণেই তার এই পেশায় আসা। তার পরে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি।
 
এর মধ্যে বইতে উল্লেখ রয়েছে ১৯৬৯ সালের একটি ছবির কথা। সেই সময়ে রেখা কিশোরী। ছবির নায়ক কোনো কিছু না বলে এবং সম্মতি না নিয়েই হঠাৎ রেখার ঠোঁটে চুমু খেয়েছিলেন।

এই ঘটনার পরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রেখা। এমন কিছু ঘটতে পারে তিনি আশাও করতে পারেননি। পরে অবশ্য সেই অভিনেতা বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, সত্যিই এমন একটা কাণ্ড ঘটানোর পরে রেখা খুবই রেগে গিয়েছিলেন। কিন্তু তখন চিত্রনাট্যের প্রয়োজনে তাকে ওইভাবে চুম্বন করারই দরকার ছিল।

অভিনেতা বলেছিলেন, ‘নিজের আনন্দের জন্য নয়। ছবির দরকারে আমি এটা করেছিলাম।’ যদিও ছবির পরিচালক দাবি করেছিলেন, রেখা নাকি আগেই সম্মতি দিয়েছিলেন এবং জানিয়েছিলেন, এমন দৃশ্য নিয়ে তার কোনো অসুবিধা নেই।’

কিন্তু রেখা দাবি করেছিলেন, এই চুম্বনের আগে কোনো সম্মতি নেওয়া হয়নি তার।

Link copied!