বাবাদের ত্যাগ, পরিশ্রম ও নীরব যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’ দর্শকদের মন জয় করেছে। নাটকটি পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার অদৃশ্য সংগ্রামের গল্প তুলে ধরে।
নাটকে দেখানো হয়েছে, যে বাবা একসময় পরিবারকে আগলে রাখেন, বয়স ও সময়ের প্রভাবে ভেঙে পড়লে অনেকেই তাকে বোঝা হিসেবে দেখেন। অথচ বাবারা কখনো অভিযোগ করেন না, তাই তাদের কষ্ট প্রায়ই অজানা থেকেই যায়।
প্রকাশের মাত্র পাঁচ দিনে ইউটিউবে নাটকটি ১৬ লাখের বেশি দর্শক দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে তুমুল আলোচনা চলছে।
নাটকের দুর্দান্ত নির্মাণশৈলী, বাস্তবধর্মী গল্প, সাবলীল ক্যামেরা ব্যবহার, পরিচ্ছন্ন কালার গ্রেডিং এবং হৃদয়ছোঁয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের কাছে নাটকটিকে বিশেষ করে তুলেছে।
টেলিভিশনে প্রচারের পর এখন এটি KS ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
































