এবার মেট্রোরেল লাইনে এসে পড়লো ড্রোন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৯:৩৯ পিএম
এবার মেট্রোরেল লাইনে এসে পড়লো ড্রোন
ফাইল ছবি

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে এখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় নয় মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি আরও বলেন, ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ড্রোন অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, এর আগে থেকেই মেট্রোরেলের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মেট্রো লাইনের আশপাশের এক কিলোমিটার এলাকার মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন কিংবা অনুরূপ কোনো বস্তু ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে ডিএমটিসিএল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে মেট্রো ট্রেন চালিত হয়। ফলে এসব উড়ন্ত বস্তুর সুতা, কাঠামো বা অবশিষ্টাংশ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

এই কারণে মেট্রো লাইনের আশপাশে এমন ঝুঁকিপূর্ণ কিছু ওড়ানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Link copied!