হাসপাতালে ভর্তি করা হয়েছে টালিউডের আলোচিত অভিনেতা দীপঙ্কর দেকে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিনেতার স্ত্রী দোলন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, হঠাৎ সুগার ফল করার ওপার বাংলার শক্তিমান অভিনেতা দীপঙ্কর দেকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে দোলন বলেন, “শুক্রবার রাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন অনেকটাই চিন্তামুক্ত। মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেবে। অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। সেগুলো করাতে হবে।”
সংবাদমাধ্যমটি আরও জানায়, কিছু দিন আগেই নিজের বড় মেয়েকে হারিয়েছেন দীপঙ্কর। সে সময় মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন এই অভিনেতা। তবে স্ত্রী দোলনের আশা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তার স্বামী।
দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন। ওই সময়ে দীপঙ্করের বয়স ছিল ৭৫ আর দোলন রায়ের বয়স ৪৯ বছর। বিষয়টি নিয়ে সেসময় আলোচনায় উঠে আসেন তারকা এই দম্পতি।