যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। শহরটির কনিষ্ঠতম ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নবনির্বাচিত এই মেয়রকে এবার উষ্ণ অভিনন্দন জানালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেন, যা বেশ আলোচনায়।
সম্প্রতি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে নির্বাচিত হন মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। তার এই ঐতিহাসিক জয়ের খবর পুরো বিশ্বের নজর কেড়েছে।
জোহরানের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটি স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। তাতে লেখেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।’
উল্লেখ্য, জোহরান মামদানি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার-ভারতীয় শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র।
জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্ম নেন। তার পরিবার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরে নিউইয়র্কে স্থায়ী হয়। তিনি দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স এবং বাউডোইন কলেজের প্রাক্তন ছাত্র। এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

































