• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

অনেক কিছু আমায় সহ্য করতে হয়েছে: সানি লিওন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৬:২৩ পিএম
অনেক কিছু আমায় সহ্য করতে হয়েছে: সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন, বিতর্ক যেনো তার পিছু ছাড়ে না। ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছেন কিছু দিন আগে। সেখানে প্রদর্শিত হয়েছে তার সিনেমা। প্রদর্শনী শেষে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানানো হয় এই অভিনেত্রীকে। তবে এই অভিনেত্রীর বলিউড যাত্রার পথ খুব একটা মসৃণ ছিল না। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন সানি লিওন।

সানি বলেন, “অনেক কিছু আমায় সহ্য করতে হয়েছে। ভয়ংকর প্রতিকূলতা পেরিয়ে এসেছি কিন্তু এখন সব ঠিক আছে। দশ বছর অনেক কিছু ঘটেছে। আমার ওপর থেকে মানুষের আস্থা হারিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমায় খুব ভালোবাসেন।”

সানি লিওন জানান, তাকে কাজ করে যেতে হবে। মানুষের কাছে সদয় থাকতে হবে। এখন জীবন পুরোই আনন্দময়।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। সেখানে সহ-অভিনেতা হিসেবে তার সঙ্গে দেখা যাবে রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়ালকে। সিনেমাটির কাহিনি একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!